কাশ্মীরিদের রক্ষায় বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান

আজ মধ্য রাতের ভিতর সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও উমর আব্দুল্লাহ সহ প্রায় সকল কাশ্মীরি নেতাকে গৃহবন্দী করা হয়েছে ।

পর্যটকদেরকে অতিসত্বর কাশ্মীর ত্যাগ করতে বলা হয়েছে।
মোদি সরকার হিন্দুদেরকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
ইন্টারন্যাট বন্ধ করে দেওয়া হয়েছে৷
কাশ্মীরের সকল এলাকায় 144 দারা জারি করা হয়েছে।
কাশ্মীরি নেতা আলি গিলানী গতকাল এক টুইট বার্তায় বলেন কাশ্মীরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গনহত্যা চালাতে যাচ্ছে ভারত।
আনন্দ বাজারের রিপোর্ট অনুযায়ী,প্রায় গোটা কাশ্মীর উপত্যকা সেনা দিয়ে মুড়ে ফেলা হয়েছে,এখন পর্যন্ত কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত সরকার।

আমরা সকলেই কাশ্মীরি মুসলিমদের জন্য দোআ করি
আল্লাহ তায়ালা যেন তাদেরকে ভারতীয় বাহিনীর ভয়াবহ অথ্যাচার থেকে হেফাজত করেন।।


আর.....
মনে রেখো বিশ্ব মুসলিমরা! আমরা কাশ্মীরি মুসলিমরা যদি হ’ত্যাকাণ্ডের শিকার হই,আপনাদের কে আল্লাহর কাছে জবাব দিতে হবে।॥।

No comments:

Post a Comment